রাজ্যে নতুন করে কোভিডে(Covid-19) আক্রান্ত হলেন ৩৫ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের।
২০২০ সালের মার্চ মাস থেকেই কোভিডের(Covid-19) সংক্রমণ প্রথম বাড়তে থাকে। গতবছরও এই সময় থেকে সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। গত বছর এপ্রিল থেকে শুরু হয়েছিল কোভিডের তৃতীয় ঢেউ(Covid 3rd wave)। এই বছর সেই তুলনায় ঝুঁকি অনেকটাই কম। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কোভিডে(Covid-19) মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৪৭৩ জন। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৯২০ জন।
আরও পড়ুন- Covid Vaccination: ১৬ মার্চ থেকে কোভিড টিকা পাবে ১২ থেকে ১৪ বছর বয়সিরা, জানালেন মনসুখ মান্ডব্য
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,৯৯৫ জন। একদিনে টিকা(Covid Vaccine) নিয়েছেন ৭,৪৬০ জন।