শনিবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানুয়েছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮৪৪ জন। দৈনিক সংক্রমণের (Daily Cases) নিরিখে আবারও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে৷ গত একদিনে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৭ জন। রাজ্যের পজিটিভিটি রেট (Positivity) কিছুটা কমে দাঁড়াল ১২.৬৪ শতাংশ। এই তথ্যটিও স্বস্তি দিচ্ছে সরকারকে।
দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা জেলা উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। ২৬৬ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। গত একদিনে সেখানে ১৪৯ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিশ। পশ্চিম বর্ধমানে গত একদিনে সংক্রমিত ১৩৯। জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০০ জন।