রাজ্যে আবার ১০ হাজারের নীচে নামল কোভিড(Covid) সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৯,১৫৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ৩৫ জনের। সুস্থতার হার ৯২.০৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৩৭৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা (Kolkata) প্রথমে থাকলেও ২৪ ঘন্টায় অনেকটাই কমেছে সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩১৭ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হলেন ৬০৫ জন। এই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে কোভিড(Covid) বিধিনিষেধের জেরে সব জেলাতেই কমেছে সংক্রমণ।
আরও পড়ুন- Lancet study on Covid: কোভিড ফিরে এলেও অতিমারি আর আসবে না, জানাচ্ছে ল্যানসেটের নতুন গবেষণা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড(Covid) পরীক্ষা করিয়েছেন ৭২,৭৩৮ জন। সংক্রমণের হার ১২.৫৮ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড(Covid) পরীক্ষা করিয়েছেন ২ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ৯৪৬ জন।