রাজ্যে সামান্য বাড়ল কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারালেন ৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৪.০৪ শতাংশ। রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬০৭ জন।
এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৩ হাজার ৩২৫ জন। মোট মৃত্যু ২১,৪২৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬০৭ জন। কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। হোম আইসোলেশনে আছেন ৪,৪৩৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৯,৭২৩ জন।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ৪৩৩ জন। মোট প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ১৮ লক্ষ ৯৩ হাজার ৩০৭ জন।