ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ (Covid in Bengal)। রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৯৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু হয়নি। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১.২৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,৬৬৩ জন। নতুন করে কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে প্রাণ হারিয়েছেন ২১,২০৫ জন।
আরও পড়ুন: অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি, পার্শ্ববর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত
গোটা দেশেই চিন্তা বাড়াচ্ছে কোভিড। বুধবারের থেকে রাজ্যে ফের বাড়ল কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৪০ হাজার ৩০৩ জন। এখনও পর্যন্ত মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩০ লক্ষ ৬০ হাজার ৩৭৮ জন।