রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও মৃত্যু (Covid Deaths) হয়নি। রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু ২১,২০০ জনের।
রাজ্যে গত এক মাস ধরেই কোভিড সংক্রমণ (Covid Affection) নিম্নমুখী। তবুও রাজ্যকে মাস্ক ফ্রি ঘোষণা করা হয়নি। এখনও কোভিড বিধি মেনে চলারই পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৬,৩২৪ জন। মোট কোভিড পরীক্ষা হয়েছে ২ কোটি ৪৮ লক্ষ ৭৯ হাজার ৯৪ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ১৭ জন, মৃত্যু হয়নি একজনেরও
কোভিডের নয়া প্রজাতি XE নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রজাতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৪,৩৯৩ জন। রবিবার থেকে শুরু হয়েছে ১৮ বছরের ঊর্ধ্বে প্রিকশন ডোজ। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ২ কোটি ৬০ হাজার ৫২৮ জন।