পয়লা বৈশাখের দিনও স্বস্তি। রাজ্যজুড়ে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
রাজ্যে এপ্রিল মাস জুড়েই কোভিড সংক্রমণ নিম্নমুখী। নতুন করে আক্রান্তের সংখ্যা কমছে। তবে কোভিড বিধি মানার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এখনও পশ্চিমবঙ্গকে মাস্ক ফ্রি (Mask Free) ঘোষণা করা হয়নি। এর মধ্যে কোভিডের নয়া প্রজাতি XE নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। বাংলায় গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,৮২১ জন। সংক্রমণের হার ০.২২ শতাংশ।
আরও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪৯, উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির কোভিড চিত্র
গত রবিবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কোভিডের প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ২৩, ৫৯১ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ২ কোটি ১৪ লক্ষ ৯০৮২ জন।