একধাক্কায় অনেকটাই বাড়ল কোভিড সংক্রমণ (Covid 19 Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২৭২। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৫৪। রাজ্যে নতুন করে কোভিডে প্রাণ হারালেন ৩ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে আছে কলকাতা (Kolkata)।
কলকাতায় বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৫৬। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩০৫ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ২.৭২ শতাংশ। রাজ্যে নতুন করে স্যাম্পেল টেস্ট করিয়েছেন, ১০,০০৬ জন। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন।
আরও পড়ুন: চলল জলকামান, ফাটল কাঁদানে গ্যাস, বর্ধমানের কার্জন গেটে বামেদের আইন অমান্যতে ধুন্ধুমার
রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪২১ জন। এখনও পর্যন্ত মোট প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ৩৬ লক্ষ ৭ হাজার ৪৩৮ জন।