ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে কমল মৃতের সংখ্যা। পুজোর মরশুমে করোনার বাড়বাড়ন্তে চিকিৎসকদের কপালে ফের চিন্তার ভাঁজ।
জানা গিয়েছে, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২ জন। রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩১০ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
আরও পড়ুন- West Bengal Weather Update: বাংলার আকাশে প্রবল নিম্নচাপ! উত্তরে প্রবল বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৭ হাজার ৫১৪ জন। মোট মৃত্যু ২১ হাজার ৪৭০ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ২.৯১ শতাংশ। নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ৮,৭২৯ জন। হোম আইসোলেশনে আছেন ২,২৭৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন।