রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) ২২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে কোনও মৃত্যু (Covid Death) হয়নি। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ২৫৩ জন। মোট মৃত্যু হয়েছে ২১,২০৩ জনের।
রাজ্যে কোভিড সংক্রমণ কমলেও দেশজুড়ে ফের চিন্তা বাড়ছে। তবে এখনও চিকিৎসকরা থেকে কোভিডের বিধিনিষেধ (Covid Guidelines) মেনে চলারই পরামর্শ দিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৮২০০ জন। সংক্রমণের হার ০.২৭ শতাংশ। রাজ্যে কোভিডে এখনও হোম আইসোলশনে আছেন ৩১৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬৭৫, মৃত্যু হয়েছে ৩১ জনের
গত ২৪ ঘণ্টায় কোভিড টিকাকরণ করিয়েছেন ৪৫ হাজার ৩০২ জন। কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে এখনও আশঙ্কা কাটেনি। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ২৮ লক্ষ ৫১ হাজার ৭৩৫ জন।