রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ (Covid 19 Affection)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৭৪৫ জন। যার মধ্যে কলকাতায় (Kolkata) আক্রান্তের সংখ্যা ৩৩৯। কোভিডে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) আক্রান্ত ২৩৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৭.৩০ শতাংশ।
রাজ্যজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড সংক্রমণ। কোভিড বিধি মানার জন্য অনুরোধ করেছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১০, ২০৫ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও কোভিড সংক্রমণ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, সহ একাধিক জেলায়। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭১ জন। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।
আরও পড়ুন: আলোচনার পর কাটল জট, ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার ব্যাঙ্কের কর্মী সংগঠনের
বুধবার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫। সেখান থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৭১,৩৯৮ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ৩৪ লক্ষ ২৮ লক্ষ ৬৯৫ জন।