চিনে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে ফের একবার আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ করোনাবিধি(Covid Test in Delhi AIrport) জারি করল ভারত। প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে RTPCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে বলেই খবর। ২৪ ডিসেম্বর, শনিবার থেকেই আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য এই নির্দেশিকা লাগু হয়েছে। শনিবার সকাল থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে কোভিড টেস্ট(RTPCR Test in Delhi)। বিশেষত চিন-জাপান-হংকং-দক্ষিণ কোরিয়া-থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের প্রতি কড়া নজর রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
আগেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিং(Thermal Screening) এবং কোভিড টেস্টের নির্দেশিকা জারি করে কেন্দ্র। শনিবার থেকে দিল্লি বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের কোভিড টেস্ট চলছে। পাশাপাশি, বিমানে ওঠার আগে করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং। কোভিডের উপসর্গ মিললেই তাঁকে নিভৃতবাসে(Isolation) পাঠানো হচ্ছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) দেশবাসীকে ফের মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন- Covid 19 in China: একদিনে আক্রান্ত ৩ কোটির বেশি, কোভিড সংক্রমণে ফের ভয় ধরাচ্ছে চিন
অন্যদিকে, চিনে শুক্রবার কোভিড(Covid burst out in China) আক্রান্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৭ লক্ষ মানুষ। চিনের প্রশাসন সূত্রে এই ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে। গত ৩ বছর অতিমারির সময় চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছাতাছি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে চিন(Covid Update in China)।