রাজ্যে দাপট দেখাচ্ছে করোনা(Corona)। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল একশ্রেণির মানুষ মাস্কহীন ভাবে চলাফেরা করছেন। অভিযোগ, করোনা(Corona) বিধিনিষেধের তোয়াক্কা না করে ট্রেনে মাস্ক ছাড়াই সফর করছেন বহু যাত্রী।
আজ সোমবার থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন(Partial Lockdown)। নবান্নের নির্দেশিকা অনুযায়ী ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন(Local Train) চলবে। ভোর পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন(Local Train)। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ কিভাবে হবে তা নিয়ে কার্যত সন্ধিহান অনেকেই।
নিত্যযাত্রীদের অনেকের কথায়, লকডাউন(Lockdown) চলাকালে ট্রেনে কম ভিড় থাকলেও ধীরে ধীরে সেই ভিড় বাড়তে থাকে। বর্তমানে ট্রেনের সংখ্যা কম হওয়ায় সেই ভিড় বাড়বে বলেও জানিয়েছেন নিত্যযাত্রীদের অনেকেই। তাঁদের অনেকেই জানান, লোকাল ট্রেনে(Local train) কোভিড সংক্রান্ত দূরত্ব বিধি মেনে চলা কার্যত অসম্ভব। এর পাশাপাশি ট্রেন কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা নিত্যযাত্রীদের।
সব মিলিয়ে বলা যায় সাধারণ মানুষ তথা নিত্যযাত্রীরা(Daily Passenger) কার্যত সমস্যায় পড়লেন নবান্নের(Nabanna) এই নয়া নির্দেশিকা নিয়ে।