দেশের বর্তমান কোভিড (Covid 19) পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) ক্রমশ বিস্তার লাভ করা নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই স্বাস্থ্যমন্ত্রক (Union health ministry) জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের পূর্ণবয়স্ক মানুষদের মধ্যে ৬০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে।
ইতিমধ্যেই ভারতের ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২৫০'র বেশি মানুষের ওমিক্রনে আক্রান্ত হওয়ার রিপোর্ট সামনে এসেছে। যাদের মধ্যে সেরে উঠেছেন ১০৪ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নতুন আপডেট করা রিপোর্টে জানা গিয়েছে এই তথ্য।
মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ওমিক্রন নিয়ে আলোচনা করে কেন্দ্র জানায়, করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিটি তার ডেল্টা প্রজাতির থেকে তিনগুণ বেশি সংক্রামক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওমিক্রন রুখতে 'ওয়ার রুম' তৈরি করে জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয় কেন্দ্র।