দেশে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা (Coronavirus) পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রবিবার বিশেষ পর্যালোচনা বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও থাকবেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, আইসিএমআরের ডিজি।
আরও পড়ুন: Covid-19: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত প্রায় ১ লক্ষ ৬০ হাজার! একদিনে বৃদ্ধি অর্ধলক্ষের কাছাকাছি
গত কয়েকদিনে দেশে যেভাবে সংক্রমণের বিপুল বৃদ্ধি ঘটেছে, তার প্রেক্ষিতেই এই বৈঠক।।বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি হবে রণনীতি।