চিনের ভয় ধরানো করোনা পরিস্থিতির মধ্যেই নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। এবার সব রাজ্যকেই পর্যাপ্ত অক্সিজেনের জোগান (Oxygen Supply) নিশ্চিত করতে হবে। নির্দেশিকা দিয়ে শনিবার একথা জানালো কেন্দ্র। কোভিডের বাড়বাড়ন্তে(China Covid Update) কেন্দ্রের এই নির্দেশে জনমানসে সংশয় তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তবে কী এবারের করোনা সংক্রমণ(BF7 Covid Strain) ভয়ানক আকার নিতে পারে। এই আঁচ পেতেই কী আগেভাগে রাজ্যগুলিকে তৈরি থাকতে নির্দেশ দিচ্ছে কেন্দ্র।
চিনের সাম্প্রতিকতম রেকর্ড বলছে, ইতিমধ্যেই করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ওষুধ-টেস্ট কিট(Covid Test Kit) অপ্রতুল চিনে। অবস্থা এতটাই খারাপ যে, ভারতের কাছে সাহায্য চেয়েছে জিনপিং সরকার(Xi Jinping Govt.)।
এর মধ্যেই চিনে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৭ লক্ষ। চিনের প্রশাসন সূত্রের এই তথ্যই ভয় ধরাচ্ছে সে দেশে। গত ৩ বছর অতিমারির সময় চিনে দৈনিক আক্রান্তের(China Covid Daily Update) সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছাতাছি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে চিন।