কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) ভারতে এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের (Community Transfer) পর্যায়ে আছে। দেশের কয়েকটি মেট্রো শহরে এই সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। স্বীকার করে নিল কেন্দ্র। দেশের জিন পরীক্ষার (Genome Sequencing) কেন্দ্রীয় সংস্থা ইনসাকগ-এর (INSACOG) প্রকাশিত বুলেটিনে একথা বলা হয়েছে।
রবিবার সংস্থার জানুয়ারি সংখ্যা প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, অধিকাংশ ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে দেখা গেছে, রোগী উপসর্গহীন বা হালকা উপসর্গ আছে। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের ভর্তির সংখ্যা বাড়ছে। কিন্তু সংকটজনক অবস্থা এখনও যায়নি।
আরও পড়ুন: দেশে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ ৩৩ হাজারের গন্ডি, মৃত্যু ৫২৫ জনের
এই বুলেটিনে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বে কোভিডের নতুন প্রজাতি IHU বা B.1.640.2। এখনও দেশে এই প্রজাতির সংক্রমণ দেখা যায়নি।