করোনা শেষ হয়ে যায়নি এখনও । মানুষকে সাবধান থাকতে হবে । শুধু তাই নয়, বিশ্বজুড়ে করোনার থেকেও 'মারাত্মক' ভাইরাস আসতে চলেছে । পরবর্তী অতিমারির জন্য মানুষকে সতর্ক করে এমনই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস । তিনি জানিয়েছেন, নতুন ভাইরাস ছাড়াও, কোভিডের আর একটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বে ।
মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়ে গেব্রিয়েসাস জানান, খুব শীঘ্রই পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে । সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে ।
কোভিড নিয়ে তিনি জানান, করোনা এখনই শেষ হয়ে যায়নি । কোভিডের আর একটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে । বিশ্বকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি ।