ওমিক্রন আতঙ্কের আবহেই দেশে একলাফে অনেকটা বাড়ল করোনায় আক্রান্তের (Corona case) সংখ্যা। দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ২৭০ জন।