গত কয়েকদিনে দেশের করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার ফের তা উদ্বেগ বাড়াল। রাজধানী দিল্লি এবং মুম্বইয়ের পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
বৃহস্পতিবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৫ হাজার ৭৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৮ শতাংশ।
Rakhi Purnima 2022 : আজ রাখি পূর্ণিমা, 'রক্ষা' করার দায়িত্ব নিন সকলের
ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।