সারা পৃথিবীজুড়েই ক্রমশ ছড়িয়ে পরছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন ভ্যারিয়ান্ট। বিশেষজ্ঞদের মত, এর পেছনে কারণ মূলত তিনটি।
কোভিড ১৯ এর মিউটেশন হওয়ার ফলে নতুন রূপটি এখন সহজেই মানুষের শরীরের কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এবং সহজেই শরীরে ছড়িয়ে পড়তে পারে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ‘Immune Escape’ বলা হয়, তা পেয়ে গিয়েছে ওমিক্রন। অর্থাৎ, করোনার এই রূপটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই পাশ কাটিয়ে যেতে পারে। এমনকী টিকা নেওয়া থাকলেও, তার অ্যান্টিবডিকে ফাঁকি দিতে পারছে এটি।
এটি Upper Respiratory Track-এ সংক্রমিত হচ্ছে। করোনার অন্য প্রজাতিগুলোর তুলনায় এটি অনেক তাড়াতাড়ি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়।