হু হু বাড়ছে করোনা (Coronavirus)। প্রতিদিন কলকাতায় (Kolkata) কোভিড (Covid-19) আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। এই অবস্থাতেও মাস্ক পরতে চাইছেন না অনেকে।।ফলে বাড়ছে বিপদ। অবস্থা সামাল দিতে নতুন পরিকল্পনা করল পুরসভা।
আরও পড়ুন: India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন, মৃত্যু হয়েছে ৪৪১ জনের
কলকাতা পুরসভার মেয়র (Kolkata Municipal Corporation) ফিরহাদ হাকিম জানিয়েছেন, মাস্ক পরলেই মিলতে পারে পুরস্কার। মাস্ক পরে ছবি আপলোড করলেই মিলবে পুরস্কার।
গত শনিবার ঘোষণা করা হয়েছে ‘কলকাতা মাস্ক-আপ চ্যালেঞ্জ-এর। মাস্ক পরতে উৎসাহ দিতে নয়া এই ইভেন্ট চালু করেছে কলকাতা পুরসভা। বিস্তারিত রয়েছে তাদের ফেসবুক পেজে। পুলিশের সিসিক্যামেরার মাধ্যমে দেখা হবে রাস্তায় কে কে সর্বক্ষণ মাস্ক পরে রয়েছে।
পাশাপাশি মাস্ক পরা ছবি আপলোড করতে হবে সোশাল মিডিয়ায়। এরকম ১০০ জন বা পরিবারকে পুরস্কার দেওয়া হবে। মেয়র নিজে পুরস্কারপ্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি বসবেন। মূলত মাস্ক পরতে উৎসাহ দিতেই এই ইভেন্ট।