সপ্তাহের শুরুর দিনে সাময়িক স্বস্তি দিল ভারতে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন। মৃত্য়ু হয়েছে ২৪ জনের। শনিবার এই সংখ্য়াটা ছিল ৩১। বিশেষজ্ঞদের দাবি, ভারতের করোনার চতুর্থ ঢেউ যে কোনও সময়েই আছড়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কখনও বাড়ছে, আবার কখনও কমছে সংক্রমণের দৈনিক গ্রাফ। সক্রিয় রোগীর সংখ্য়াও কিন্তু থামানো যাচ্ছে না। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা মোট ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪। যা রবিবারও ছিল ১ লক্ষ ১১ হাজারের বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে করোনার কবল থেকে সুস্থ দেশের ১৩,৯৫৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৪,২৮,৭৯,৪৭৭ জন, শতকরা হিসেবে যা ৯৮.৫৪ শতাংশ। করোনা প্রাণ কেড়েছে দেশের মোট ৫২৫২২৩ জনের। মোট আক্রান্তের ১.২১ শতাংশ।
মহামারীর বিরুদ্ধে যুদ্ধের শক্তিশালী হাতিয়ার করোনা টিকা (Corona vaccine)। স্বাস্থ্যমন্ত্রকের তরফে সেই কর্মসূচি চলছে। কেন্দ্রের পরিসংখ্যানে দাবি, দেশে এখনও পর্যন্ত ১৯৭ কোটি ৯৮ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ১ লক্ষ ৭৮ হাজারের বেশি ডোজ।