India Covid Update : কমল দৈনিক সংক্রমণ, ভারতে হঠাৎ করেই লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা

Updated : Jul 02, 2022 11:22
|
Editorji News Desk

কমল দৈনিক সংক্রমণ। কিন্তু হঠাৎ করেই একদিনে বেড়ে গেল মৃতের সংখ্যা। দেশের করোনার তাৎপর্যপূর্ণ উত্থান-পতনে ফের চিন্তার ভাঁজ ফেলে দিল বিশেষজ্ঞদের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৫ হাজার ৯৪০। যা ১৭ হাজার পার করে গিয়েছিল। দৈনিক সংক্রমণ কমলেও হঠাৎ করে বেড়ে গিয়েছে মৃতের তালিকা। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২০ জনের। সবমিলিয়ে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯। শতাংশ বিচার করলে দাঁড়াচ্ছে ০.২১ শতাংশ। ফলে নতুন করে উদ্বেগ হচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের। 

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। সেখানে একদিনে আক্রান্ত ৪ হাজার ২০০ জন। 
মুম্বইয়ে সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় ২৩ শতাংশের কমেছে। বাণিজ্যনগরীতে একদিনে আক্রান্ত ১৮৯৮ জন। যদিও অ্যাকটিভ কেসের সংখ্যা হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লির করোনা গ্রাফও খুব একটা স্বস্তিজনক নয়। সেখানে একদিনে করোনা থাবা বসিয়েছে ১৪৪৭ জনের শরীরে।

তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২,৪২৫ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৯৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৬৩ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

IndiaCOVID 19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার