রবিবার অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। এপ্রিলের শুরু থেকে করোনার বাড়বাড়ন্তে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছিল। কিন্তু মাসের শেষেই সেই সংক্রমণ ফের কমে আসায় কিছুটা স্বস্তিতে দেশবাসী। গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমেছে ১৮ শতাংশ।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৮৭৪ জন। এর ফলে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৪৯,০১৫। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৮.৭১ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৩.৬৯ শতাংশ। মৃত্যু হয়েছে ২৫ জনের।