মার্চের শেষ থেকেই দেশে মাথাচাড়া দিল করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বুধবার সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি টপকে গিয়েছে। ১৩৪ দিন পর দেশে সরকারি করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১১ হাজার ৯০৩। ২৪ ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭৩। মৃত্যহার বেড়ে হয়েছে ১.১৯ শতাংশ।
নতুন বছরের শুরু থেকেই করোনার এই বাড়বাড়ন্তে চিন্তার মেঘ ঘনিয়েছে বিশেষজ্ঞ মহলে। বিশেষ করে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র কর্ণাটক এবং কেরালার করোনা পরিস্থিতি।
এপ্রিলের ১০-১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠানো হয়েছে। সংক্রমণ হারে শীর্ষে থাকা রাজ্যগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।