টানা চারদিন পর দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় পতন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ১৬ হাজারের আশেপাশে। যা এতদিন ২০ হাজারে বেশি ছিল। যদিও দৈনিক মৃত্যু বেড়েছে। তবে রবিবার করোনা টিকাকরণে দেশ নয়া নজির গড়ার পর এই পরিসংখ্যান যথেষ্টই স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন, মৃত্যু হয়েছে ৫১ জনের। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,০৬৯ জন।
আরও পড়ুন- Long Covid: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে লং কোভিড! সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের
রবিবারই ভারত ২০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ২০০ কোটি ৪ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ। পাশাপাশি, ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই নতুন করে বাড়ছে টিকাকরণের গতি।