দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,১৫৮ জন। ফলে এক ধাক্কায় ভারতে সক্রিয় কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪, ৯৯৮। চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লির পরিস্থিতি।
জানা গিয়েছে, বুধবার মহারাষ্ট্রে নতুন করে ১,১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা বিগত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্ত ১,১৪৯ জন। এই পরিস্থিতিতে ফের রাজ্যগুলিকে কড়া হতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত বেড থাকে, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে ফের একবার কোভিশিল্ড তৈরির কথা জানিয়েছেন সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা। তিনি জানান, তাঁদের কাছে ইতিমধ্যেই কোভোভ্যাক্স ভ্যাকসিনের প্রায় ৬ মিলিয়ন ডোজ মজুত আছে।
আরও পড়ুন- Bratya Basu: মিড-ডে মিল মিয়ে কেন্দ্রের রিপোর্ট 'একপেশে ও কাল্পনিক', তোপ দাগলেন ব্রাত্য