বুধবার দেশে দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) ফের বাড়ল অনেকটাই । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন । বেড়েছে মৃতের (Covid Death) সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৬৫ জনের ।
দৈনিক সংক্রমণের পাশাপাশি পজিটিভিটি রেটও (Positivity Rate) বেড়েছে । দেশে দৈনিক সংক্রমণের হার ১৫.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৬.১৬ শতাংশ । তবে, আশার কথা, দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে । দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ২২ লাখ ২৩ হাজার ১৮ জন ।
এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিনেশন হয়েছে ১৬৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার ৫৩৬।