দেশজুড়ে কোভিড সংক্রমণ (Covid 19 Affection) চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০৪১ জন। কোভিডে মৃত্যু (Covid Deaths) হয়েছে ১০ জনের। কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩৬৩ জন।
বৃহস্পতিবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৭০০। সেই সংখ্যাই এবার বেড়ে দাঁড়াল চার হাজারের ওপর। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২১,১৭৭ জন। দেশে ফের বাড়ছে দৈনিক সংক্রমণের হার ০.৮৪ শতাংশ।
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক, ফেলুদার গল্প আর সত্যজিত রায়ই পছন্দ
দেশজুড়ে বেশ কয়েকদিন ধরে শিথিল হয়েছে কোভিড বিধি। তারপরেই কি বাড়ছে কোভিড সংক্রমণ! ইতিমধ্যে দেশে ১৯৩ কোটি ৮৩ লক্ষের বেশি নাগরিক কোভিড ভ্যাকসিন নিয়েছেন। প্রিকশন ডোজও শুরু হয়ে গিয়েছে। ৫-১২ বছরের ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার কথা থাকলেও তার দিনঘোষণা করা হয়নি।