যে কোনও জায়গায় যেতে হলেই পায়ে অথবা গায়ে গলিয়ে নেন জিন্সের প্যান্ট, না হয় জ্যাকেট, সে তো বুঝলাম, কিন্তু কত ঘনঘন জিন্স কাচেন? জিন্স টেকাতে হলে কতদিন অন্তর কাচা ভাল, জানেন?
বিশেষজ্ঞরা বলছেন, ১০ দিন পরা হলে একবার কাচুন জিন্সের যে কোনও মেটেরিয়াল। সবাই যে সে নিয়ম মানছে, তা অবশ্য নয়, যেমন লিভাইসের সিইও নিজেই স্বীকার করেছেন নিজের সবচেয়ে পছন্দের জিন্সের প্যান্টটি তিনি ১০ বছর ধরে কাচেননি। ফ্যাশন আইকন ট্যান ফ্রান্সও জানিয়েছেন, তিনি ২০ বার পরার পর জিন্স কাচেন।
তবে ১০ দিনের পর একবার কেচে নেওয়াই সবচেয়ে হাইজিনিক।