রাজ্যে ২৪ ঘন্টায় একধাক্কায় অনেকটাই কমল কোভিড(Covid) সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৯,৩৮৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ৩৩ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১,৬৮২ জন। সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা (Kolkata) প্রথমে থাকলেও ২৪ ঘন্টায় অনেকটা কমেছে সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৮৬৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হলেন ৪০৩ জন। এই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে কোভিড(Covid) বিধিনিষেধের জেরে সব জেলাতেই কমেছে সংক্রমণ।
আরও পড়ুন- Gangasagar: গঙ্গাসাগর মেলা মিটতেই শিকেয় কোভিডবিধি, মাস্ক ছাড়াই দিব্যি কেনাকাটা চলছে ভাঙা মেলায়
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড(Covid) পরীক্ষা করিয়েছেন ৩৫,৫১৫ জন। সংক্রমণের হার ২৬.৪৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড(Covid) পরীক্ষা করিয়েছেন ২ কোটি ২৩ লক্ষ ৬২ হাজার ৬১৩ জন।