মাত্র ৩৬ ঘণ্টা আগে কলকাতা ময়দানকে (Kolkata maidan) নিঃস্ব করেছেন প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক (Subhas Bhowmik)। একদা সেই সতীর্থকে কলকাতার বিভিন্ন পত্র পত্রিকাতে দীর্ঘ লেখাও লিখেছিলেন তিনি। করেছিলেন সুভাষ সম্পর্কে স্মৃতিচারণা। কিন্তু কে জানত ৩৬ ঘণ্টার মধ্যে তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে। করোনা (Corona virus) আক্রান্ত হয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ময়দানের আর বিখ্যাত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)।
জানা গিয়েছে, রবিবার রাতেই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা (Oxygen) উদ্বেগজনক ভাবে কমে যাচ্ছিল। তাই আর কোনও ঝুঁকি না নিয়ে ৭১ বছরের প্রাক্তন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এখনও তাঁর ডবল অক্সিজেন চলছে। খানিকটা আক্রান্ত প্রাক্তন ফুটবলারের ফুসফুসও। অতীতে তাঁর শরীরে দুটি স্টেন্ট বসেছিল। তাই এই বিষয়টিও চিকিৎসকদের উদ্বেগে রেখেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে প্রচন্ড কাশি হচ্ছিল। রবিবার তা উদ্বেগজনক জায়গায় চলে যায়। ফলে শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে ৮০ হয়ে যায়। এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০-এর ঘরে।
আরও পড়ুন : দেশে ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্তে ৩ লাখ ৬ হাজার ৬৪ জন, মৃত্যু ৪৩৯ জনের
প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সম্পর্কে ইতিমধ্যে খোঁজ নিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী (West Bengal Sports Minister) অরূপ বিশ্বাস (Aroop Biswas)। টেলিফোনে প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথাও বলেছেন তিনি। সমস্ত রকম সরকারি সুবিধার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন। এক বছর সবুজ-মেরুন জার্সিতে খেলার পর পরের বছরই ইস্টবেঙ্গলে চলে যান। ১৯৭৫ সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ গোল দিয়েছিল। তার প্রথম গোল ছিল সুরজিতের। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন। ১৯৮০ সালে তিনি ছিলেন মহমেডান স্পোর্টিংয়ের অন্যতম নায়ক।