সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে দৈনিক সংক্রমণ। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ১১৪৯ জন। এই মুহূর্তে দিল্লির পজিটিভিটি রেট বেড়ে ২৩.৮ শতাংশ।
সরকারি বুলেটিন রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যদিও জানা যাচ্ছে, মৃত্যুর প্রাথমিক কারণ করোনাভাইরাস নয়।
একদিন আগে, মঙ্গলবার রাজধানীতে ৯৮০ জন করোনা আক্রান্ত হয়েছিল। পজিটিভিটি রেট ছিল ২৫.৯৮ শতাংশ, অর্থাৎ প্রতি ৪ জনে এক জনের দেহে করোনাভাইরাস মিলেছে।