নতুন বছরের শুরুতেই দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একই সঙ্গে বাড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন (omicron) নিয়ে উদ্বেগ। এর মাঝেই ভারতের কোভিড টাস্ক ফোর্সের (Covid Task Force) প্রধান এনকে অরোরা জানালেন, ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) এসে গিয়েছে।
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ডঃ অরোরা জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণের ৭৫ শতাংশই কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলোয়। ভারতে মাত্র এক সপ্তাহেই ওমিক্রন সংক্রমণের হার ১২% থেকে বেড়ে ২৮ % হয়েছে।
দেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭০০, সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র, এখানে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ৫১০। সোমবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২ %।