দিল্লিতে (Delhi) লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Affection)! পরিস্থিতি সামলাতে আগেভাগেই কোভিড বিধির (Covid Guidelines) নির্দেশ দিয়েছে প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ। লখনউতে মাস্ক পরা (Mask Rules Lucknow) বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
রাজধানী দিল্লিতে একধাক্কায় কোভিড সংক্রমণ অনেকটাই ঊর্ধ্বমুখী। গতবার দিল্লি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল প্রতিবেশী রাজ্যগুলিতে। জানা গিয়েছে, লখনউ ছাড়াও এনসিআর-এর ছটি জেলাতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, বুলন্দশহর, বাঘপাট- এই কটি জেলায় ফের কোভিড বিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: বিমান যাত্রীদের জন্য সুখবর, এবার থেকে আর বাধ্যতামূলক নয় আরটিপিসিআর টেস্ট
সোমবার কোভিডের বুলেটিন অনুযায়ী করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। মঙ্গলবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৪৭। তবু দেশজুড়ে উদ্বেগ থাকছেই।