মুম্বইয়ে করোনা (Covid 19) সংক্রমণ বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১৭ মে থেকে প্রায় এক মাসের মধ্যে মুম্বইতে করোনা (Mumbai Covid) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার শতাংশ।
গত ১৭ মে মুম্বইয়ে করোনায় সংক্রমতি হয়েছিলেন ১৫৮। সেই একই দিনে শহরে করোনা সংক্রমিতের মোট সংখ্যা ছিল ৯৩২। তারপর থেকে গত প্রায় এক মাসে সংখ্যাটি কার্যত গুণিতক হারে বেড়েই চলেছে। গত শনিবার অর্থাৎ ১১ জুন মুম্বইয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ হাজার ৪৭ জনে। অর্থাৎ ১৭ মে থেকে হিসেব করলে এই বৃদ্ধি ৯৭৮ শতাংশ, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: West Bengal Covid 19 Update : একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ১২৩, মৃতের সংখ্যা শূন্য
১৭ মে-র পর থেকে মুম্বইয়ে ১৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তাতে বিশেষজ্ঞরা হিসেব করে বলছেন, এখন করোনা সংক্রমিতের সংখ্যা যত, আগামী ৫৬১ দিনে তা বেড়ে দ্বিগুণ হবে। উল্লেখ্য, শনিবার মুম্বইয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৭৪৫, যা গোটা মহারাষ্ট্র্রের মোট দৈনিক করোনা আক্রান্তের প্রায় ৬০ শতাংশ।
নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়ার পরই তৎপর হয়েছে সরকার ও বৃহন্মুম্বই পুরনিগম। শহরের সমস্ত হাসপাতাল ও ক্লিনিকাল ল্যাবরেটরিকে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণের হার বৃদ্ধি করা হয়েছে। নিম্নবিত্তরা থাকেন এমন এলাকায় ঘন ঘন স্যানিটাইজেশনের কাজ চলছে। মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও জনগণকে অবহিত করা হচ্ছে।