শনিবার প্রথমে কোভিশিল্ডের নতুন দাম ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। দাম ধার্য হয় ৬০০ টাকা। কিন্তু পরে টুইট করে আরও দাম কমানোর ঘোষণা করেন তিনি। নতুন দাম হয় ২২৫ টাকা।
দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ (Booster Dose) চালু করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হবে। বুস্টার ডোজ মিলবে বেসরকারি হাসপাতালে। বুস্টার ডোজ শুরুর আগেই কমানো হল ভ্যাকসিনের দাম। আদর পুনাওয়ালার (Adar Punawala) ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের (Covishield) নয়া দাম দাঁড়াল ২২৫ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। এ প্রসঙ্গে সেরাম কর্তা জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত।
আরও পড়ুন- Covishield Booster Dose : কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম কত পড়বে? ঘোষণা সেরামের সিইও আদর পুণাওয়ালার
শুধু কোভিশিল্ড নয়, দাম কমেছে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনের। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের ((Covaxin Price) দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা। ভারত বায়োটেকের(Bharat Biotech) জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন।
শুক্রবার ১৮ ঊর্ধ্বদের জন্য প্রিকশন ডোজ (Precaution Dose)দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র । যাঁরা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন'মাস কেটে গিয়েছে, তাঁরা 'প্রিকশন ডোজ' বা বুস্টার ডোজ নিতে পারবেন ।
কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আদর পুণাওয়ালা(Adar Poonawalla) টুইট করে জানান, বুস্টার ডোজ নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় তাঁরা খুশি । এই সিদ্ধান্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করবে এবং যে কোনও জায়গায় ঘুরতে গেলে আর কোনও সমস্যা থাকবে না । তবে তাঁর মতে, নয় মাসের ব্যবধান একটু দীর্ঘকালীন । তিনি জানিয়েছেন, সংস্থার কাছে ২০০ মিলিয়ন প্রিকশন ডোজ মজুত রয়েছে । আর সেরাম ইনস্টিটিউটের ৪ বিলিয়ন ডোজ উৎপাদন করার ক্ষমতা রয়েছে ।