রাজ্যে কোভিডে (Covid 19) নতুন করে আক্রান্ত হলেন ১৫২৩ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ৩৫ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ২০,২১৩। সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ।
কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০৫ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ, ওমিক্রনে আক্রান্তদের অধিকাংশের গড় বয়স ৪৪, জানালো ICMR
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৪৯,১৫২ জন। রাজ্যে নতুন করে ভ্যাকসিন নিয়েছেন ৪ লক্ষ ৪৫ হাজার ৯১৫ জন।