করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) আতঙ্কে কাঁপছে দেশ। এই আবহে বর্ষবরণের রাত নিয়ে অত্যন্ত সতর্ক গোয়া সরকার (Goa)। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত (Pramod Sawant) জানিয়েছেন, কোভিড-১৯ -এর নেগেটিভ রিপোর্ট বা জোড়া টিকা নেওয়া থাকলে তবেই ঢোকা যায় কোনও রেস্তোরাঁ বা পার্টিতে।
তিনি জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের এই বিষয়টি মাথায় রাখতেই হবে।
মঙ্গলবার থেকে গোয়া সরকার নৈশকালীন কারফিউ জারি করেছে, যাতে বছরশেষের পর্যটন ব্যবসার ক্ষতি না হয়।
Omicron: রাজ্যে একসঙ্গে আরও ৫ জনের শরীরে মিলল ওমিক্রনের হদিশ