কলকাতায় ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। মূলত বিদেশ থেকে শহরে আসা যাত্রীদের থেকেই ছড়াচ্ছে কোভিড। চলতি সপ্তাহে সিঙ্গাপুর-ঢাকা-দুবাই-ব্যাঙ্কক ফেরত যাত্রীদের কোভিড পরীক্ষায় মিলেছে চাঞ্চল্যকর প্রমাণ। তবে দেখা গেছে, ব্যাঙ্কক ফেরত যাত্রীদের মধ্যেই সংখ্যায় কোভিড আক্রান্ত সবচেয়ে বেশি।
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার রাতে হ্যানয় ফেরত চার যাত্রীর শরীরে মিলেছে করোনার জীবাণু। ওই একই দিনে ব্যাঙ্কক থেকে আসা দুই যাত্রীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পরস্পর এই ঘটনাগুলিতে ফের একবার কপালে ভাঁজ পড়তে শুরু করেছে রাজ্য ও কেন্দ্র সরকারের।
আরও পড়ুন- Mukul Roy: 'দরকারে আবার বিজেপিতে...', ছেলেকেও দল বদলানোর পরামর্শ মুকুল রায়ের
দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে জানুয়ারি থেকে নিয়মিত যাত্রীদের করোনা পরীক্ষা করা হয়। প্রতিটি উড়ানের মোট যাত্রীসংখ্যার দুই শতাংশকে বেছে এই পরীক্ষা চলে। সেই পরীক্ষাতেই ৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২০ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তবে তেমন বাড়াবাড়ি না হওয়ায় মোবাইলে রিপোর্ট পাঠিয়ে দিয়ে তাঁদের বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে। শরীর বেশি খারাপ হলে চিকিৎসকদের পরামর্শ নিতেও বলা হচ্ছে।