বছর ঘুরতেই ফের শুরু করোনা আতঙ্ক। মার্চের শুরু থেকেই ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে শুরু করেছিল। এবার একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। গত ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে সংক্রমণ। হিসেব বলছে, গত ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের ৬৩টি জেলায় করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ করেই তা বৃদ্ধি পেয়েছে। দিল্লি, কেরল, গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। টানা দু’দিন আক্রান্তের সংখ্যা ১৮০০-র গণ্ডি পেরিয়েছে। যা খুব দ্রুত ২০০০-এর গণ্ডি পেরিয়ে যেতে পারে বলেও খবর। ইতিমধ্যেই দেশে মৃতের সংখ্যা ১৯ থেকে বেড়ে হয়েছে ২৯।
পরিবর্তিত পরিস্থিতিতে এবার তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এপ্রিলের ১০-১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠানো হয়েছে। সংক্রমণ হারে শীর্ষে থাকা রাজ্যগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন- Tiljala Child Murder Update: তিলজলা-কাণ্ডে রাজ্যকে নোটিস পাঠাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন