রাজ্যে ফের মাত্রা ছাড়াল করোনা। গত তিন মাসে এই প্রথম ১০০-র গণ্ডি পার করল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১০৭। তবে স্বস্তি শুক্রবার করোনা আক্রান্ত হয়ে রাজ্যে কেউ মারা যাননি। বেড়েছে সুস্থতার হার। দৈনিক সংক্রমণের হারে জেলার নিরীখে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। একইসঙ্গে উদ্বেগ কলকাতাকে নিয়েও।
রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান মাফিক, এই সপ্তাহের শুরু থেকেই রাজ্যে ফের বাড়ছে করোনার প্রকোপ। গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন।
বুলেটিন বলছে, রাজ্য়ে পজিটিজ কেসের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ২০ হাজার ৩৪। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৫ জন। একদিনে ৪৯ জন সুস্থ হয়েছেন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ২৫৪ জন। হার ৯৮.২৯ শতাংশ। ৩৫,৬৬২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।