১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করার পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র বিশেষজ্ঞ কমিটি। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে। ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। ডবল ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। তবে ১৫ বছরের কমবয়সিদের টিকাকরণের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
তবে করবিভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দেওয়ার বিষয়ে কিছু শর্ত রাখা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য ডিসিজিআই-এর কাছে আবেদন জানানো হয়েছে।
সম্প্রতি সংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ভি কে পল জানিয়েছেন, যাঁরা এখনও পর্যন্ত করোনার টিকা পাননি, তাঁদের টিকাকরণের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। দেশে আরও কত ভ্যাকসিন দরকার, সে বিষয়েও আলোচনা চলছে।