অতিমারী ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব, কিন্তু বছর শেষের আগে চিন, আমেরিকায় সংক্রমণ বাড়ছে। এ নিয়ে এ বার তৎপর হল ভারত সরকার। দেশে কোভিডে আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার সংখ্যা বাড়াতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের।
এ নিয়ে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘‘চিন, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলে আচমকা করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তাই আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়।’’ করোনার নতুন কোনও প্রজাতির কারণে সংক্রমণ ছড়াচ্ছে কি না, তার হদিস পেতে জিনোম সিকোয়েন্সিং করার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
Christmas Weather Update: বড়দিনে বাড়তে পারে তাপমাত্রা, শীতের কামড় 'মিস' করবেন শহরবাসী
গত কয়েক মাস ধরেই ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। কিন্তু গত কয়েক সপ্তাহে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ভয় বাড়ালো সংক্রমণ, তাই এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় সরকার।