অবশেষে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার(Gangasagar Mela) জন্য সম্মতি পাওয়া গেল। শুক্রবার মেলার আয়োজনে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।
বেশ কিছুদিন আগেই গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) বন্ধের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। চিকিৎসক অভিনন্দন মন্ডল এ বছরের জন্য মেলা বন্ধের আর্জি জানিয়েছিলেন। শুক্রবার এই মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় দিল প্রকাশ শ্রীবাস্তব এবং কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের আইনজীবী জানান যাবতীয় কোভিডবিধি(Covid Restriction) মেনেই মেলার আয়োজন করা হয়েছে।
মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন, প্রতিবছর গঙ্গাসাগর মেলায়(Gangasagar Mela) প্রায় ১৮-২০ লক্ষ মানুষ আসেন। করোনা(Coronavirus) পরিস্থিতিতেও গতবছর প্রায় ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। কোনও অনুষ্ঠানে যেখানে ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কীভাবে লক্ষাধিক মানুষের ভিড়ে এই মেলা হতে পারে, প্রশ্ন তোলেন মামলাকারী চিকিৎসক।
আরও পড়ুন- Kalighat: করোনা আবহে ভক্তদের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি কালীঘাট মন্দিরে
দুই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে রাজ্যের অবস্থান জানতে চান। বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল আদালতকে কোভিডবিধি(Covid Restriction) মেনে মেলার আয়োজন করার বিষয়ে আশ্বস্ত করেন। শুক্রবার শর্তসাপেক্ষে মেলে গঙ্গাসাগর মেলার(Gangasagar Mela) অনুমতি।