এবার করোনায় (Covid 19) আক্রান্ত হলেন বিধান নগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ মোট সাত জন।
বেশ কিছুদিন ধরেই উপসর্গ দেখা গিয়েছিল পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন ট্রাফিক ও বিভিন্ন থানার পুলিশ কর্মীদের শরীরে। করোনা পরীক্ষার পর সোমবার রিপোর্ট এলে জানা যায়, পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং বিধাননগরের ট্রাফিক পুলিশ কর্মী ও বিভিন্ন থানার পুলিশকর্মী আরও মোট ৬ জন করোনায় আক্রান্ত।
পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই মুহূর্তে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি পুলিশ কর্মীদের মধ্যে একজন বিধান নগর হাসপাতালে ও বাকিরা নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।