রাজ্যে (West Bengal) একলাফে অনেকটাই কমল করোনা(Coronavirus) সংক্রমণ। নতুন করে কোভিড আক্রান্ত (Covid Affection) হলেন ১,৯১০ জন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু (Covid Deaths) হয়েছে ২০,৬১৯ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ।
কলকাতায়(Kolkata) নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া(Howrah) ও হুগলিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির কোনও খবর নেই। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কোভিডে(Covid) মৃত্যু হয়েছে ২ জনের।
আরও পড়ুন- India Covid Update : দেশে সংক্রমণ কমে ২ লক্ষ ৯ হাজার ৯১৮, মৃত ৯০০ পার
গত ২৪ ঘণ্টায় কোভিড(Covid) পরীক্ষা করিয়েছেন ৩৪,৮১৭ জন। ভ্যাকসিন নিয়েছেন ৭৪ হাজার ৬৯১ জন।