রাজ্যে (West Bengal) অনেকটাই কমল কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। মৃত্যু হয়েছে ১ কোভিড আক্রান্তের(Covid death)। তবে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৪.১৯ শতাংশ।
রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ২১ হাজার ২০৯। রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৩.৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৫ হাজার ৩৪১ জনের।
আরও পড়ুন : West Bengal Covid Update: বঙ্গে করোনার দৈনিক সংক্রমণ ৩০০ পার, মৃত্যু ১ জনের
দেশজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড(West Bengal Covid Update)। একই সঙ্গে রাজ্যেও ফের বাড়ছে কোভিডের প্রকোপ। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মানতে বলা হয়েছে কোভিডবিধি (Covid Restrictions in West Bengal)। ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও।