করোনার থাবা এসে পড়েছে পূর্ব রেলেও। অসংখ্য কর্মী করোনায় আক্রান্ত। কোনও কোনওদিন দেখা যাচ্ছে, যতজন টেস্ট করছেন, তাঁদের ৯৫ শতাংশই আক্রান্ত!
বুধবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব রেলে (Eastern Railway) দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ (Covid19)। রেল সূত্রে খবর, পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে (Home Isolation)। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। তবে এই পরিস্থিতিতেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, দাবি পূর্ব রেলের। তবে সংশয় কাটছে না।
আরও পড়ুন: Coronavirus: সংক্রমণের হারে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ২২ হাজার
এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, "যেভাবে সংক্রমণ বাড়ছে তার পাশাপাশি অনেকে সুস্থও হয়ে উঠছেন। তার জন্য এখনও পরিষেবা স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার ৭৪ জনের টেস্ট হয়েছিল। তার মধ্যে ৭২ জনের পজিটিভ এসেছে। অর্থাৎ ৯৫ শতাংশের বেশি সংক্রমিত।"